দেশজুড়ে

ঘুরতে গিয়ে হাকালুকিতে প্রাণ গেলো এইচএসসি পরীক্ষার্থীর

বেড়াতে গিয়ে ঝড়ের কবলে পড়ে হাকালুকি হাওরে নৌকাডুবিতে প্রাণ গেলো এইচএসসি পরীক্ষার্থী জাহিদুল হক সিদ্দিকি তানিমের। ঘটনার ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

সোমবার (১৩ জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরের ভাটেরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার বিকেলে পূর্ব ইটাখলা গ্রামের কয়েকজন তরুণ হাকালুকি হাওর পারের শাহমী গ্রামে বেড়াতে যান। ফিরে আসার সময় তারা ঝড়ের কবলে পড়েন। এ সময় তাদের নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে তীরে উঠলেও সাঁতার না জানা তানিম পানিতে ডুবে যান। ৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।

তানিম পূর্ব ইটাখলা গ্রামের তাজুল ইসলামের ছেলে ও ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করা হয়েছে।

আব্দুল আজিজ/এফএ/জেআইএম