দেশজুড়ে

হবিগঞ্জে হাওরে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জের লাখাইয়ে হাওরে ডুবে সানজিদা আক্তার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সানজিদা উপজেলার কাচেরহাটি এলাকার মেহেদী হাসানের মেয়ে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সানজিদা আক্তার খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী হাওরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার দেহ পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এএসএম