দেশজুড়ে

দুস্থদের সেলাই মেশিন দিলো বিজিবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তবলছড়িতে দুস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্ত নারীদের সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে ২৩ বিজিবি যামিনীপাড়া জোন।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলের দিকে তবলছড়ি ইউনিয়ন পরিষদের সামনে দুস্থদের হাতে এ সহায়তা তুলে দেন যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল করিম।

এ সময় তবলছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আবুল হাশেম উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিখা রানী দে। তিনি বলেন, জনপ্রতিনিধিরা যখন আমাদের খবর রাখে না বিজিবি তখন পাশে দাঁড়িয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল করিম।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এমএস