মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক যুবকের (২০) মৃত্যু হয়েছে। পৃথক জায়গায় বজ্রপাতে আহত হয়েছেন মা-মেয়ে।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে পৃথক এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম গোবিন্দ মাঝি। তিনি উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের বিজয় মাঝির ছেলে।
পরিবার সূত্র জানায়, বিকেলে বাড়ির পাশে ক্ষেতে কাজ করছিলেন গোবিন্দ মাঝি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
অন্যদিকে বিকেল সোয়া ৩টার দিকে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে বজ্রপাতে মা ও মেয়ে আহত হয়েছেন। তারা হলেন চিৎলিয়া গ্রামের সুলতানা বেগম (৪৫) ও মুনতা বেগম (১২)। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, প্রাকৃতিক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় মরদেহ ময়নাতদন্ত করা হয়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। নিহত যুবকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
আব্দুল আজিজ/এসআর/এএসএম