লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে বালুবোঝাই বাল্কহেড থেকে পড়ে মন্তাজ মোল্লা (৫৭) নামের এক সুকানি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের একদিন শেষ হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বুধবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খোকন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৪ জুন) বিকেলে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বদ্দারহাট ঘাটের অদূরে মেঘনা নদীতে মন্তাজ নিখোঁজ হন। তিনি পটুয়াখালী সদর উপজেলার আমজাদ মোল্লার ছেলে।
নিখোঁজের ভাতিজা সাইফুল ইসলাম জানান, বালুবোঝাই একটি বাল্কহেড নিয়ে চাচা ভোলা থেকে আলেকজান্ডার বদ্দার হাট আসছিলেন। পথে সুয়ানের (বাল্কহেড দিক নির্ধারক যন্ত্র) ধাক্কায় তার চাচা নদীতে পড়ে যান। এতে তাৎক্ষণিক স্রোতে তিনি তলিয়ে যান। বলগেটে থাকা অন্যরাও তাকে খুঁজেছেন কিন্তু পাননি।
রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খোকন মজুমদার বলেন, চাঁদপুর থেকে তিনজন ডুবুরি এসে চেষ্টা চালিয়েছেন। মেঘনায় প্রবল স্রোতে উদ্ধার কার্যক্রম চালানো অসম্ভব। ফলে নিখোঁজ ব্যক্তির স্বজন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উদ্ধার কাজ বন্ধ করা হয়।
কাজল কায়েস/আরএইচ/জিকেএস