হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূঁইয়া বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী আনোয়ার হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৪১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মো. রেখাছ মিয়া পেয়েছেন চার হাজার ৭৭০ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৪৮৭ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৬৫.৫ শতাংশ। ৪২ ভোট বাতিল হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম