সাহিত্য

সিবগাতুর রহমানের কবিতা: সুপ্ত আরতি

কতকাল ধরে ঘুমিয়ে রয়েছোএকলা শূন্য ঘরে,তোমার কাছে ছুটে যেতে মাগোমন যে কেমন করে।

ব্যথা-বেদনায় যে বাছারে মাগোরেখেছো বুকের ’পরে,অকূল নিদানে একা ফেলে তারেঘুমাও কেমন করে?

তোমার দুয়ারে কড়া নাড়ে ওগোতোমারি বাছাধন,জেগে উঠে মাগো বুকে টেনে নাওমেলো তব দু’নয়ন।

যেই ক্ষণে তুমি সব মায়া ছেড়েগিয়েছিলে পরপারে,সোনা মুখখানি জড়ায়ে ছিলআমার অঞ্জলি ভরে।

উঁচু করে ধরে সোনা মুখখানিকেঁদে কেঁদে সেইদিন,বলেছি তোমায় যেও না গো ছেড়েশোধিতে পারিনি ঋণ।

মনে হয় যেন আজও ধরে আছিসেই প্রিয় সোনা মুখ,যেই মুখে জমা করে রাখা ছিলআমার সকল সুখ।

কাটে না তো দিন তুমিহীনা মাগোআঁখি ঝরে অবিরাম,দিবানিশি কাঁদি বসিয়া বিজনেজপি শুধু তব নাম।

দুই হাত তুলে করি মোনাজাতহে রহিম-রহমান,মায়েরে আমার বেহেশতে রেখোদিও তারে সম্মান।

এসইউ/জিকেএস