নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বহুতল ভবন নির্মাণের পাইলিংয়ে শক্তিশালী হাইড্রোলিক মেশিন ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ১০টি ভবনের মার্কেট মালিক ও ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন।
এ সময় মার্কেট মালিক ও ব্যবসায়ীরা উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রিন্সিপাল ১০০ প্লাজা নামের একটি মার্কেটের ভবন নির্মাণে হাইড্রোলিক মেশিন ব্যবহারের অভিযোগ তোলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাদশা খাঁ প্লাজার মালিক হাজী আমির আলী, জালাল টাওয়ারের কর্মকর্তা মেহেদি হাসান ইতু গাজী, রাজীব গাজী, রহমত ম্যানশনের মালিক সালাউদ্দিন জুয়েল, মাহফুজুর রহমান, দোকানদার বেলায়েত হোসেন, কামাল হোসেন, আল আমিন, মনির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্শ্ববর্তী প্রিন্সিপাল ১০০ প্লাজার ভবন নির্মাণে হাইড্রোলিক মেশিন ব্যবহার করে আমাদের মার্কেটগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের বেশ কয়েকটি ভবনে ফাটল ধরছে। এর বিকট শব্দে আশপাশের হাসপাতালের রোগী ও স্কুলের বাচ্চাদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। প্রচণ্ড শব্দদূষণের পাশাপাশি কম্পনে পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি বাচ্চাদের মধ্যে ভূকম্পনের ভয় তৈরি হচ্ছে। যা তাদের মানসিক বিকাশকে ব্যাহত করছে।
তারা আরও বলেন, ‘এ হাইড্রোলিক মেশিন বহুতল মার্কেট, আবাসিক ভবন ও জনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার করা হয় না। কারণ এটি অত্যন্ত বিপদজনক। ঝুঁকি, দুর্ঘটনা ও শব্দদূষণকে বিবেচনায় নিয়ে সার্বিক নিরাপত্তার জন্য আমরা চাই ক্ষতিকর হাইড্রোলিক মেশিনের পরিবর্তে অন্য কোনো প্রক্রিয়ায় কারো ক্ষতি না করে পাইলিং করা হোক।’
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় খন্দকার প্লাজা ভেঙে প্রিন্সিপাল ১০০ প্লাজা নামে মার্কেটের ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। চারদিকে স্টিলের প্লেট দিয়ে বেষ্টনী দিয়ে সড়ক ও জনপদের রাস্তা সংকুচিত করে ভবন নির্মাণকাজ শুরু করা হয়।
সাত তলাবিশিষ্ট এ মার্কেটের পাইলিংয়ে শক্তিশালী হাইড্রোলিক মেশিনের ব্যবহার করা হচ্ছে। এ হাইড্রোলিক মেশিন ব্যবহার করে পাইলিং করায় কম্পনের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিকট শব্দে আশপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। পাইলিংয়ের কম্পনের কারণে আশপাশের পুরোনো দুর্বল ভবন ধসে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ব্যবস্থা নিতে শনিবার (১১ জুন) রহমত ম্যানশন, হাজী জালাল টাওয়ার, আ. রহমান প্লাজা, বাদশা খাঁ প্লাজা, হাজী মোস্তফা প্লাজা, ভূঁইয়া প্লাজা ও স্বপ্নদীপ প্লাজার মালিকরা যৌথভাবে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সোনারগাঁ থানায় অভিযোগ করেন।
জানতে চাইলে নির্মাণাধীন প্রিন্সিপাল ১০০ প্লাজা ভবনের তত্ত্বাবধায়ক শেখ বিল্লাল হোসেন জাগো নিউজকে বলেন, ‘বর্তমানে পাইলিং কাজ বন্ধ আছে। এ ভবন নির্মাণে কর্তৃপক্ষ রয়েছে। পাইলিংয়ে হাইড্রোলিক মেশিনের ব্যবহারের বিষয়টি প্রশাসনের সঙ্গে কর্তৃপক্ষ বুঝে নেবে।’
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জাগো নিউজকে বলেন, ‘অভিযোগ পেয়ে সাময়িকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
রাশেদুল ইসলাম রাজু/এসআর/জেআইএম