দেশজুড়ে

সিরাজগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২

সিরাজগঞ্জে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দু’জন।

শুক্রবার (১৭ জুন) দুপুরে সিরাজগঞ্জ শহর থেকে নদীপথে নৌকাযোগে কাওয়াকোলা যাওয়ার সময় বজ্রপাতে আব্দুর রাজ্জাক মুন্সি (৪৫) নামের একজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও দু’জন। নিহত আব্দুর রাজ্জাক মুন্সি শহরের ধানবান্ধি এলাকার দরবেশ মুন্সির ছেলে। আহত দু’জনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, সয়দাবাদ ইউনিয়নের চলমান রেল সেতু প্রকল্পে কাজ করার সময় মো. নাসির (১৭) নামের একজনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সদর থানাধীন দুটি স্থানে দু’জন শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’জন। তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসা চলছে।

এএইচ/এমএস