নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে লাগা আগুন সাড়ে আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ইপিজেডের একটি নির্মাণাধীন ফ্যাক্টরির পাইলিংয়ের কাজ চলার সময় ওই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় আগুনের প্রাথমিক সূত্রপাত হলেও সকাল সাড়ে ১০টার দিকে গ্যাসলাইন ফেটে বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর সাড়ে আট ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত পরে বলা যাবে। কোনো হতাহত নেই।
তিনি আরও বলেন, শুরুতে গ্যাস সরবরাহ বন্ধ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে গ্যাস সরবরাহ বন্ধ হওয়াতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং চলছে।
রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/জিকেএস