খেলাধুলা

জাতিসংঘের শুভেচ্ছা দূত সানিয়া মির্জা

জাতিসংঘের দক্ষিণ এশিয়া অঞ্চলের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কাজ করবেন তিনি।ভারতের সবচেয়ে সফল নারী টেনিস প্লেয়ার সানিয়া। দেশটির প্রথম নারী হিসেবে বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশনের র‌্যাঙ্কিংয়ের ৫০তম স্থানে জায়গা পেয়েছেন তিনি। একইসঙ্গে তিনি হচ্ছেন দক্ষিণ এশিয়ার প্রথম নারী যিনি নিয়োগ পেয়েছেন জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে।এ প্রসঙ্গে সানিয়া বলেন, আমার দায়িত্বটি খুবই গুরুত্বপূর্ণ। কোর্টে নারীর সমঅধিকারের জন্য লড়াই করব আমি। এটা আমি বিশ্বাস করি।