নারায়ণগঞ্জের বন্দর এলাকায় চাচাতো ভাই আব্দুল আউয়ালের লাঠির আঘাতে মাফি বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুন) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের আইচতলা কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মাফি বেগম কলাগাছিয়া ইউনিয়নের আইচতলা কলাবাগ এলাকার মৃত সৈয়দ আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে মাফি বেগম রিকশাযোগে কাঁঠাল নিয়ে তার মেয়ের বাড়িতে যাচ্ছিল। এসময় তার চাচাতো ভাই আব্দুল আউয়াল তার কাছে একটি কাঁঠাল আবদার করে বসে। এসময় মাফি তাকে একটি ছোট কাঁঠাল দেয়। ছোট কাঁঠাল দেওয়াকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে হাতে লাঠি দিয়ে মাফিকে আঘাত করে আউয়াল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মহসীন জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলতে পারবো।
মোবাশ্বির শ্রাবণ/এমএএইচ/