দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির অফিসে সভা করায় বিক্ষোভ মিছিল করেছে ফুলবাড়ী তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি ও আমরা ফুলবাড়ীবাসী নামে একটি সংগঠনের কয়েক হাজার মানুষ।বুধবার বেলা ১১টায় এশিয়া এনার্জির রাজরামপুর ফকিরপাড়া ওয়ার্কশপ এরিয়ায় এশিয়া এনার্জির চিফ অপারেশন অফিসার গ্যারী লাই ও এশিয়া এনার্জির অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন উপজেলার লোকজন নিয়ে মতবিনিময় করলে এ ঘটনা ঘটে। এ খবর শুনে এলাকাবাসী সড়ক অবরোধ করে এশিয়া এনার্জির অফিস এবং দুটি গাড়ি ভাঙচুর করেছে।
অপরদিকে, ফুলবাড়ী তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির অফিস প্রত্যাহার করে নেয়ার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ফুলবাড়ীতে সকাল-সন্ধ্যা রাজপথ ও রেলপথ অবরোধের ডাক দিয়েছে।এ সময় ফুলবাড়ী যমুনা ব্রিজের পাশ্বে পুলিশ ব্যারিকেট দিলে বিক্ষুদ্ধ জনগণ পুলিশের ব্যারিকেট ভেঙে এশিয়া এনার্জির অফিসে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অফিসের সামনে থাকা এশিয়া এনার্জির দুটি গাড়ি ভাঙচুর করা হয়। ফুলবাড়ী উপজেলা তেল-গ্যাস বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ছয় থানার সমন্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু জাগোনিউজকে জানান, ফুলবাড়ী থেকে এনার্জির অফিস প্রত্যাহার করে নেয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।ফুলবাড়ী থানা পুলিশের ওসি এবিএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এশিয়া এনার্জি করপোরেশনের চিফ অপারেশন অফিসার গ্যারী লাই ও এশিয়া এনার্জির অন্যান্য কর্মকর্তারা নিরাপদে আছেন।