দেশজুড়ে

ফেনীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফেনীতে ইয়াবাসহ আকবর হোসেন সিফাত (২০) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে ৫৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৯ জুন) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার সিফাত ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি কালিদহ ইউনিয়নের চেওরিয়া গ্রামের জামশেদ সওদাগরের ছেলে।

ফেনী জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিফাতকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

এ বিষয়ে ফেনী সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান রাজু জানান, এ ধরনের কোনো বিষয় তার জানা নেই।

নুর উল্লাহ কায়সার/এসআর/জেআইএম