গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, বুধবার সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম খায়রুল আলম খানের হাতে ভর্তি পরীক্ষার ফল তুলে দেন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. শাহজাহান। এসময় সকল অনুষদের ডীন ও সভাপতি উপস্থিত ছিলেন। এবার ৬টি ইউনিটের ১৪টি বিভাগে মেধা তালিকা থেকে ৬৮০ জন এবং মুক্তিযোদ্ধা, উপজাতি ও প্রতিবন্ধী কোটায় ৬৭ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। গত ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মোট ৪০ হাজার ৭৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.bsmrstu.edu.bd জানা যাবে।