দেশজুড়ে

সহকারী শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন প্রধান শিক্ষক

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দহপাড়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে মারধর করেছেন প্রধান শিক্ষক ফজলুর রহমান (৪২)। আহত শিক্ষক রফিকুল ইসলাম (৫৬) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

রোববার (১৯ জুন) স্কুল চলাকালীন ওই বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

সহকারী শিক্ষক রফিকুল ইসলামের অভিযোগ, ঘুষের টাকা না দেওয়ায় তাকে পেটানো হয়েছে।

তবে প্রধান শিক্ষক জানিয়েছেন, ঘুষ চাওয়ার কোনো ঘটা ঘটেনি। কথা কাটাকাটির এক পর্যায়ে সামান্য আঘাত করেছিলেন। আহত শিক্ষক রফিকুল ইসলাম জানান, উচ্চতর বেতন স্কেলের (টাইমস্কেল) জন্য রেজুলেশন করে বিদ্যালয়ের ১১ জন শিক্ষক -কর্মচারী আবেদন করেন। সেই আবেদন ফরমে প্রধান শিক্ষক স্বাক্ষর না দিয়ে জনপ্রতি দুই হাজার টাকা করে ঘুষ দাবি করেন। দুই মাস আগে আবেদনপত্রগুলো প্রধান শিক্ষকের কাছে জমা হয়েছে। কিন্তু তিনি তাতে স্বাক্ষর করেননি। এমন অবস্থায় প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চান তিনি। তখন প্রধান শিক্ষক বলেন, ‘জনপ্রতি দুই হাজার টাকা করে চেয়েছিলাম, এখন ১৫শ’ টাকা করে দেওয়া হলে স্বাক্ষর করবেন।’

এ সময় শিক্ষক রফিকুল ইসলাম শিক্ষকরা কেউ ঘুষ দেবেন না, টাইমস্কেল তাদের অধিকার বলে জানালে প্রধান শিক্ষক উত্তেজিত হয়ে কাঠের চেয়ার দিয়ে তার (রফিকুল ইসলাম) মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে অন্যান্য শিক্ষক ও ছাত্ররা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তার মাথায় সেলাই ও ব্যান্ডেজ করতে হয়েছে।

অপরদিকে প্রধান শিক্ষক ফজলুর রহমান ঘুষ চাওয়ায় বিষয়টি অস্বীকার করে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় ওই শিক্ষককে চেয়ার দিয়ে সামান্য আঘাত করেছেন। কিন্তু পরে শিক্ষকরাও তাকে পিটিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন। এ ব্যাপারে সোমবার সকাল পর্যন্ত লিখিত অভিযোগ পাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক ফজলুর রহমান ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দহপাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ও শিক্ষার্থী বলেন, প্রধান শিক্ষক ফজলুর রহমান মাঝে মধ্যেই শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ ঘটনায় ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/এফএ/জিকেএস