কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের সব জেলাতেই বন্যা দেখা দিলেও অনেকটাই শান্ত ছিল মনু নদী। তবে সোমবার (২০ জুন) দুপুরে মৌলভীবাজার শহরের চাদঁনীঘাট পয়েন্টে মনু নদীর পানি বিপদসীমা ছুইঁ ছুঁই করছে। এতে মৌলভীবাজার শহরও প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
মৌলভীবাজার শহরের ব্যবসায়ী লিয়াকত আলী জাগো নিউজকে বলেন, আমরা আতঙ্কিত। সিলেটের বন্যায় মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য সবকিছুর ব্যাপক ক্ষতি হয়েছে। মৌলভীবাজারেও এর প্রভাব পড়েছে। আবার যদি শহরে বন্যা আসে তাহলে সবদিক দিয়ে ক্ষতি হবে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান মনু নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, মনু নদীর বর্ষাকালীন বিপৎসীমা চাঁদনীঘাট পয়েন্টে ১১ দশমিক ৩০ সেন্টিমিটার। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি বিপৎসীমার লেভেলে চলে আসছে। পানি যদি আর না বাড়ে তবে অনেকটা রক্ষা হবে। এখনো পর্যন্ত নদী ভাঙনের কোনো খবর পাওয়া যায়নি।
আব্দুল আজিজ/এমআরআর/এমএস