খেলাধুলা

জিম্বাবুয়ের ৫ উইকেটের পতন

সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।  হ্যামিল্টন মাসাসাদজা (১২), সিবান্দা (৯) এবং মারুমা (৮) রানে আউট হয়েছেন। দুই উইকেট পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির পর সফরকারী শিবিরে আঘাত হেনেছেন রুবেন হোসেন। তার বলে আউট হয়েছেন মারুমা (৮)।

চতুর্থ উইকেটের পতস হয়েছে জিম্বাবুয়ে। ৪০ বলে ২৮ রান করে ব্রেন্ডন টেলর। সাকিব আল হাসানের বলে টেলর আউট হয়।তৃতীয় ওয়ানডেতে সিরিজে জিম্বাবুয়েকে জয়ের জন্য ২৯৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। জুটি ভেঙেছে দলীয় ১২১ রানের মধ্য। উইকেটের প্রান্ত বদল করতে গিয়ে আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল। সাজঘরে ফেরার আগে ৪০ রান করেছেন বাঁহাতি এই ক্রিকেটার।৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।বাংলাদেশ দল:মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আরাফাত সানি, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।জিম্বাবুয়ে দল :এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), মারুমা, হ্যামিল্টন মাসাসাদজা, সিবান্দা, ব্রেন্ডন টেলর, চাকাবভা, পিজে মুর, পানিয়াঙ্গারা, এন মাডজিভা, এসএফ মিরে ও কামোঞ্জোজি।