দেশজুড়ে

সিরাজগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে নদীতে ডুবে আকাশ নামের (৫) এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরের দিকে উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আকাশ পশ্চিম কৃষ্টপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে পাশের বাড়িতে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল শিশু আকাশ। খেলা শেষে তারা পাশের কুশলাই নদীতে গোসলে নামে। এ সময় শিশু আকাশ তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর/এএসএম