সিবগাতুর রহমান
ও দয়াল তুমি শুনতে কি পাও নাও দয়াল তুমি দেখতে কি পাও নাঅসহায় বানভাসি মানুষের কান্নাও দয়াল তুমি শুনতে কি পাও নাভাসছে মানুষ ভাসছে মানবতাবলছি আমি বাংলাদেশেরবানভাসিদের কথানারী-পুরুষ আর বৃদ্ধ-শিশুপালিত শখের গবাদি পশুভাসছে দেখো বন্যার জলেপ্রাণে আর সহে নাও দয়াল তুমি শুনতে কি পাও নাও দয়াল তুমি দেখতে কি পাও নাঅসহায় বানভাসি মানুষের কান্নাও দয়াল তুমি দেখতে কি পাও নাক্ষেতের ফসল বাংলা মায়ের আশমেঘনা যমুনা সুরমার জলেকরছে সব নাশক্ষুধায় কাঁদছে আমাদেরই ভাইদু’মুঠো অন্ন কোথা গেলে পাইমনে আর মানে নাও দয়াল তুমি শুনতে কি পাও নাও দয়াল তুমি দেখতে কি পাও নাঅসহায় বানভাসি মানুষের কান্নাও দয়াল তুমি শুনতে কি পাও নাভাঙছে সড়ক ভাঙছে বেড়িবাঁধসর্বনাশা বন্যার জলেভাঙছে সকল সাধতিল ঠাঁই নাই উঠে দাঁড়াবারবন্ধ হয়েছে সব পারাপারচোখে পানি ধরে নাও দয়াল তুমি শুনতে কি পাও নাও দয়াল তুমি দেখতে কি পাও নাঅসহায় বানভাসি মানুষের কান্নাও দয়াল তুমি শুনতে কি পাও নাও দয়াল তুমি দেখতে কি পাও না
এসইউ/এএসএম