দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি করে হত্যার অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি করে হত্যার অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও হত্যার ঘটনা ঘটেছে। এবার অজ্ঞাত দুষ্কৃতকারীরা একজনকে গুলি করে হত্যার পর পালিয়ে গেছে।

Advertisement

বুধবার (২২ জুন) সন্ধ্যায় ক্যাম্প-১৭ তে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মোহাম্মদ শাহ (৪৮) রোহিঙ্গা এএইচ-৮৪ ব্লকের আব্দুল্লাহর ছেলে।

সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা মোহাম্মদ শাহকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে গুলিতে একজন নিহতের ঘটনা শুনেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এমন হত্যার ঘটনা, তদন্তের পর সেটি বিস্তারিত জানানো যাবে।

বিষয়টি সম্পর্কে জানতে ১৭ নম্বর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক নাইমকে একাধিকবার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করা হয়। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় আর কোনো তথ্য জানা যায়নি।

সায়ীদ আলমগীর/এমপি

Advertisement