সাতক্ষীরার কেড়াগাছি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বারসহ কামরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৪ জুন) সকালে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক কামরুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে এমন খবরে বিজিবির একটি টহলদল কেড়াগাছির মজুমদার খাল নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কামরুজ্জামানের ব্যবহৃত বাইসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক করা হয় কামরুজ্জামানকে। জব্দ স্বর্ণের দাম প্রায় ৭০ লাখ টাকা।
তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে আটক কামরুজ্জামানকে কলারোয়া থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এসজে/এএসএম