দেশজুড়ে

বন্যায় হাওরে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

নেত্রকোনার মদনের হাওরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে এলে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে সন্ধ্যায় উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের সামনের হাওরে মরদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে মদন থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বন্যার পানির ঢেউয়ে মরদেহটি বাললী গ্রামের সামনের হাওরে ভাসতে থাকে। মানুষের মরদেহ বুঝতে পেরে স্থানীয় লোকজন মদন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। কিন্তু মরদেহটি বিকৃত হওয়ায় নারী না পুরুষের সেটা শনাক্ত করা সম্ভব হয়নি।

মদন থানার এসআই আজিজুর রহমান বলেন, আমি মরদেহটির কাছে আছি। এটা পরুষ নাকি নারীর বোঝা যাচ্ছে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, মরদেহটি উদ্ধারের কাজ করছে পুলিশ। মরদেহটি বিকৃত হওয়ায় নারী না পুরুষ নিশ্চিত হওয়া যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এফএ/এমএস