অভিনেত্রী অহনা রহমান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তবে বিকেলেই ছাড়পত্র নিয়ে আবারও শুটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অহনা নিজেই।
Advertisement
অহনা বলেন, ‘কাল (সোমবার) থেকে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলাম। নাটকটির শুটিং হচ্ছিল গুলশানে একটা বাড়িতে। আজ সকালে শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। আমার শরীর এলার্জিতে ফুলে-ফেঁপে ওঠে। দ্রুত আমি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই।’
বিকেলের দিকে ভালো বোধ করছিলেন, এ জন্য ছাড়পত্র নিয়ে শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। এমনটাই জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘একদিন যেহেতু নাটকটিতে শুটিং করেছি তাই কষ্ট করে হলেও কাজটা শেষ করতে চাই। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছি। সুস্থ বোধ করছি এখন।’
ঈদের একটি বিশেষ নাটক নির্মিত হচ্ছে, যার নির্দেশনা দিচ্ছেন অভিনেতা আজিজুল হাকিম।
Advertisement
অহনা ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন ডলি জহুর, আব্দুল্লাহ আল মামুন, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ।
এমআই/এলএ/এমএস