দেশজুড়ে

খেলার সময় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে আয়শা খাতুন (২) ও লাবিবা আক্তার (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুর ১টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (২৯ জুন) সন্ধ্যায় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত শিশু আয়েশা ওই এলাকার রাশেদুল ইসলাম এবং লাবিবা একই এলাকার রুবেল মিয়ার মেয়ে।

নিহতের পরিবার জানায়, দুই শিশুই বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় পাশের পুকুরে পড়ে গেলে ডুবে যায় তারা। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে।

এফএ/এএসএম