দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন সাত্বিক আহমেদ শাহ। বৃহস্পতিবার (৩০ জুন) তিনি এ পদে যোগদান করেছেন।
Advertisement
ডিএসই সূত্রে জানা গেছে, সাত্বিক আহমেদ দীর্ঘদিন দেশের একাধিক স্বনামধন্য ও নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি একুশে টিভির অতিরিক্ত প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
তিনি কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের হেড অব গ্রুপ অডিট ও ইন্টারনাল কন্ট্রোল মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেমকন গ্রুপ, বেঙ্গল গ্রুপ, অপসোনিন ফার্মা, স্কয়ার টেক্সটাইলে (স্কয়ার গ্রুপ) দায়িত্ব পালন করেছেন।
সাত্বিক আহমেদ স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে নির্বাহী হিসেবে ২০০১ সালে কর্মজীবন শুরু করেন।
Advertisement
এমএএস/এসএএইচ/জেআইএম