নাটোরে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার সাংবাদিক নাসিম উদ্দিনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ তার জামিন মঞ্জুর করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এজলাসের ভিডিও প্রকাশ করায় ওই আদালতের পেশকার আল আমিন ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪ এর নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন ও সাংবাদিক নাজমুল হাসান নাহিদের বিরুদ্ধে মামলা করেন। পরে গত শুক্রবার রাতে পুলিশ নাসিম উদ্দিনকে গ্রেফতার করে।
পরদিন তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে গেলে বিচারক তাদের কারাগারে পাঠান। সোমবার সাংবাদিক নাসিমের আইনজীবী মিস কেস করলে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। পরে জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ তার জামিন মঞ্জুর করেন।
জামিন শুনানিতে নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক আব্দুল মালেক শেখ অংশ নেন।
রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম