হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মামুন মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন।
শুক্রবার (১ জুলাই) বিকেলে শহরতলীর আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মামুন মিয়া ওই গ্রামের আমির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামে একাধিক পঞ্চায়েত রয়েছে। এরমধ্যে উত্তরাংশ পঞ্চায়েতের নেতৃত্বে রয়েছেন সাবেক ইউপি মেম্বার ফরিদ মিয়া, বর্তমান মেম্বার আব্দুস সাত্তার ও রিপন মিয়া এবং নয়াবাড়ি পঞ্চায়েতের নেতৃত্বে রয়েছেন সাবেক মেম্বার কাজল, মনিরুল ইসলাম এখলাছ, আব্দুল আলী। উভয় পঞ্চায়েতের মধ্যে বিরোধের জেরে শুক্রবার বিকেলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মানুন মিয়া গুরুতর আহত হলে তাকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম