দেশজুড়ে

‘স্বপ্ন ছিল পদ্মা সেতু দেখার, আজ পূরণ হলো’

ছুটির দিনে পদ্মা সেতু দেখতে ভিড় দেখা গেছে জাজিরা প্রান্তে। গাড়ি, ভ্যান, অটোরিকশাযোগে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ পদ্মা পাড়ে জড়ো হন। ছবি ও সেলফি তুলতে দেখা যায় অনেককে।

শুক্রবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এমন চিত্র দেখা যায়।

খাগড়াছড়ি থেকে আসা অংথুইপ্রু বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি। স্কুল বন্ধ হওয়ায় পরিবার নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছি। স্বপ্নের পদ্মা সেতু দেখে খুব ভালো লাগছে।

মিলন নামের আরেক দর্শনার্থী বলেন, ছুটির দিন পরিবার নিয়ে শিবচর থেকে এসেছি পদ্মা সেতু দেখতে। আমার স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণও হলো। বলে বুঝানো যাবে না কতটা ভালো লাগছে আমাদের।

মাদারীপুরের তানহা ইসলাম, যশোরের ইমরান, ঢাকার ফাহাদ, আলমগীর হোসেন জানান, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। ছুটির দিন তাই আমরা পদ্মা সেতু দেখতে এলাম। সেতুটি কাছ থেকে দেখে মন জুড়িয়ে গেল।

শরীয়তপুরের বাসিন্দা সালাউদ্দিন মুন্না বলেন, বাড়ির কাছে সেতু। তাই দেখতে আসলাম। জাজিরা প্রান্তে মোটরসাইকেল নিয়ে এসেছি। সেতুতেতো আর উঠতে দেবে না তাই মোটরসাইকেল রেখে বাস ভাড়া দিয়ে সেতু পার হই।

মো. ছগির হোসেন/আরএইচ/এএসএম