কুষ্টিয়ায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। একই সঙ্গে বিকাশ প্রতারণার মাধ্যমে খোয়া এক লাখ পাঁচ হাজার টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর করা হয়।
Advertisement
শনিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল মালিকদের হাতে হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার মো. খাইরুল আলম জানান, পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ হোসেন খান, আরওআই মো. শহীদুজ্জামান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আনিসুল ইসলাম, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম