জাতীয়

রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাশেদ ফটিকছড়ি থানার আবদুল্লাহপুর আট নম্বর ওয়ার্ডের লাল মো. সিদার বাড়ির জাগির হোসেনের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

তিনি বলেন, রাউজান থানার ফকিরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রাশেদ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইকবার হোসেন/আরএডি/জেআইএম