দেশজুড়ে

মেঘনা শিল্পাঞ্চলে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলের একটি কার্টন কারখানার আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

তিনি বলেন, সকাল ৮টার দিকে মেঘনা শিল্পাঞ্চলের সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ও মেঘনা শিল্পাঞ্চলের আরও ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বিগ্রেডিয়ার জেনারেল মাইন উদ্দিন জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনি বলা যাচ্ছে না। তদন্তের পর তা জানা যাবে।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জেআইএম