বিনোদন

‘হিরোগিরি’ নিয়ে তৈরি দেব

‘যোদ্ধা’-র পর দেবের ‘হিরোগিরি’ দেখবে বাঙালি। রবি কিনাগির পরিচালিত ‘হিরোগিরি’ ছবির মুক্তির সময় প্রায় আসন্ন। যদিও নির্দিষ্ট দিন এখনই জানাতে চাইছেন না পরিচালক কিংবা প্রযোজক কেউই। তবে এই ছবির উইকিপিডিয়ায় ঢুকলে একটা মজাদার বিষয় নজরে আসতে বাধ্য। ছবির নামের পাশে টেক্সট সম্পর্কে লেখা এটি রিমেক নয়। আসলে রবি কিনাগির প্রায় অধিকাংশ ছবিই কিমেক কিনা তাই আগাম ঘোষণা করে রাখার প্রয়োজন আছে বইকি।ছবিতে দেব নিশ্চয় নতুন চমক দেবেন। এখানে তাঁর দুই নায়িকা, কোয়েল ও সায়ন্তিকা। এর আগে একটি ছবি ‘খোকা ৪২০’-এ দুই নায়িকা শুভশ্রী ও নুসরাতকে নিয়ে পর্দায় দুর্দান্ত রোমান্স করেছেন। লোকজন রীতিমতো তা উপভোগও করেছিলেন। তাই দেবের ‘হিরোগিরি’ নিয়ে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে।