দেশজুড়ে

পুঁতি-সুতায় পদ্মা সেতু আঁকা শাড়ি প্রধানমন্ত্রীকে দিতে চান কলি

পুঁতি-সুতা আর হাতের কারিশমায় শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে পদ্মা সেতু। সেই শাড়িতে আছে লাইটিংও। এক মাসের কঠোর পরিশ্রমে শাড়িতে পদ্মা সেতু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নেত্রকোনার মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী ইসরাত কলি। বানানো হয়েছে পুঁতি দিয়ে একসেট গহনাও। সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ উপহার দিতে চান কলি ও তার ৩ শিক্ষার্থী।

টিউশনির টাকা জমিয়ে প্রথমে বাজার থেকে একটি শাড়ি কেনেন নেত্রকোনার দুর্গাশ্রম গ্রামের ইসরাত কলি। তারপর শুরু হয় তার কঠোর সাধনা। একমাসের চেষ্টায় আসে সফলতা। তিন ছাত্রীকে নিয়ে দৈনিক ১৪-১৫ ঘণ্টা কাজ করেছেন তিনি।

শাড়ির উদ্যোক্তা ইসরাত কলি জাগো নিউজকে বলেন, আমার বাবা একজন কৃষক। তিনি ঠিকমতো আমার পড়াশুনার খরচ যোগাতে পারেন না। তাই আমি পড়াশুনার পাশাপাশি টিউশনি করি। টিউশনি করেই নিজে চলি। এই টিউশনির টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্য শাড়ি কিনে ডিজাইন করেছি, তাকে উপহার দেব। কারণ প্রধানমন্ত্রী দেশের মানুষকে পদ্মা সেতু উপহার দিয়েছেন। তিনি যদি এটা গ্রহণ করেন তাহলে আমার কষ্ট স্বার্থক হবে।

ইসরাত কলি আরো জানান, তিনি আরও তৈরি করেছেন নেকলেস; তার সঙ্গে ম্যাচিং দুই জোড়া চুরি। কলিকে এই কাজে সহায়তা করেছে তার ৩ শিক্ষার্থী। ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এগুলো উপহার হিসেবে দিতে চান কলি ও তার ৩ শিক্ষার্থী।

নেত্রকোনার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইমু সরকার ও সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী প্রতিভা সরকার জাগো নিউজকে বলেন, আমরা একমাস ধরে প্রায় চৌদ্দ ঘণ্টা পরিশ্রম করেছি। প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য পদ্মা সেতু করার মতো চ্যালেঞ্চ নিয়েছেন। আমরা কেন তার জন্য একটু কষ্ট করতে পারবো না! আমরা কষ্ট করে শাড়িটি তৈরি করেছি। তিনি এটা গ্রহণ করে আমাদের শ্রমকে স্বার্থক করবেন।

এইচ এম কামাল/এফএ/এমএস