জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডে থেকে বাদ পড়েছেন আরাফাত সানি। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন এই স্পিনার। কিন্তু তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডের জন্যে তাকে বিবেচনা করেনি নির্বাচক প্যানেল। তার পরিবর্তে চতুর্থ ওয়ানডে খেলবেন টেস্ট সিরিজে ১৭ উইকেট পাওয়া তাইজুল ইসলাম। সানীকে বাদ দেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, ‘আরাফাত সানীকে বিশ্রাম দেওয়া হয়েছে। সে জিম্বাবুয়ের বিপক্ষে ভাল পারফর্ম করেছে। তাইজুলকে একটু ওয়ানডেতে দেখতে চাচ্ছি। তাই তাকে সুযোগ দেওয়া হয়েছে।’থাই মাসলে টান পড়ায় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন শফিউল। চট্টগ্রামে ২ ম্যাচে খেলা হয়নি তার। ঢাকায় তৃতীয় একদিনের ম্যাচে আল আমিনের বদলী হিসেবে সুযোগ পেলেও ইনজুরি তাকে সিরিজ থেকেই ছিটকে দিয়েছে। নিজের করা তৃতীয় ওভারের প্রথম বলেই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তিনি। তৃতীয় ওভারের প্রথম বলটি করার পর ব্যাথা অনুভব করেছেন। পরে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন এই পেসার। অবশ্য তার স্পেলটা ভালও ছিল না। ২.১ ওভার বল করে দিয়েছেন ২০ রান। ছিল না উইকেটও।পেসার শফিউল ইসলামের পরিবর্তে দলে ফিরেছেন পেসার আবুল হাসান রাজু। প্রায় ২ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৩ সালে ২৩ মার্চে। শ্রীলঙ্কা সফরে পিঠের ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর প্রায় দেড়বছর পূর্নবাসন প্রক্রিয়া শেষ করেছেন। জিম্বাবুয়ের ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। এরপর ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগেও অংশ নেন। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তার এই পারফর্মম্যান্স বিবেচনা করেই নির্বাচকরা একটু দেখে নিতে যাচ্ছেন আবুল হাসান রাজুকে।চতুর্থ ওয়ানডে দল
মাশরাফি মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান(সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ছাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, আবুল হাসান রাজু ও জুবায়ের হোসেন লিখন।