দেশজুড়ে

রাজশাহীতে মৃণাল হক সেলিব্রিটি গ্যালারির যাত্রা শুরু

রাজশাহীতে ‘মৃণাল হক সেলিব্রিটি গ্যালারি’ উদ্বোধন হয়েছে। বুধবার (৬ জুলাই) দুপুরে ফিতা কেটে এটি উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, লন্ডনের বিখ্যাত ‘মাদাম তুসো’ জাদুঘরের আদলে রাজশাহীতে ভাস্কর মৃণাল হকের পরিবারের উদ্যোগে গড়ে তোলা এ সেলিব্রিটি গ্যালারি শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষকে আকৃষ্ট করবে। এতে বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানতে পারবে। আগামীতে এটি শহরের অন্য কোথাও স্থানান্তর করা যায় কিনা সেটাও ভেবে দেখা হবে।

এসময় কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক এ এস এম ওমর শরীফ রাজীব, গ্যালারির পরিচালক মনোয়ারুল হাসান প্রিন্স, ইনচার্জ কামরুল হামান মিলন, ১৪ নম্বর ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রখ্যাত ভাস্কর মৃণাল হকের ৪০টি ভাস্কর্য নিয়ে লন্ডনের বিখ্যাত ‘মাদাম তুসো’র আদলে রাজশাহীতে ভাস্কর মৃণাল হকের পারিবারিক উদ্যোগে এ সেলিব্রেটি গ্যালারি গড়ে তোলা হয়েছে। নগরীর তিন নম্বর সেক্টরের ১৮৪ নম্বর হোল্ডিংয়ের একটি দ্বিতল ভবনে এ গ্যালারির অবস্থান।

এনায়েত করিম/আরএইচ/জিকেএস