দেশজুড়ে

ফরিদপুরে যুবক খুন: ছাত্রদল সভাপতিসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর শহরে সবুজ মোল্লা (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। এতে জেলা ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনুকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) বিকেলে নিহত সবুজ মোল্লার বাবা মো. শহীদ মোল্যা ফরিদপুর কোতয়ালি থানায় এ মামলা করেন।

ফরিদপুর কোতোয়ারি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনুকে প্রধান আসামি ও ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন নিহতের বাবা। এছাড়া মামলায় আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এরআগে সোমবার (৪ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এন কে বি নয়ন/এএএইচ