দেশজুড়ে

নতুন ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শ্রমিক লীগ নেতার মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ঈদ উপলক্ষে কেনা নতুন ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মো. ইকলাসুর রহমান (৪০) নামে এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দাদপুর ইউনিয়নের শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও রাঙ্গামুলাকান্দী গ্রামের বাসিন্দা।

বুধবার (৬ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুশা জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইকলাসুর রহমান বুধবার সন্ধ্যায় কোরবানির ঈদ উপলক্ষে ফরিদপুর থেকে একটি ফ্রিজ কিনে বাড়িতে আসেন। পরে রাতে ওই ফ্রিজের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত পরিবারের সদস্যরা তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেন। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকালে ইকলাসুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান মোশাররফ।

এন কে বি নয়ন/এমআরআর/জেআইএম