সাদা-কালো রঙের বিন্যাস ও মোটাতাজা হওয়ায় সাড়া ফেলেছে সালাহউদ্দিনের ষাঁড়। ১৬ মণ ওজনের সুদর্শন এ ষাঁড়টি চার লাখে বিক্রি করতে চান তিনি। ষাঁড়টি দেখতে তার বাড়িতে ভিড় করছেন মানুষ।
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. সালাহ উদ্দিন। তিন বছর ধরে পরম মমতায় পালন করেছেন ষাঁড়টি।
মো. সালাহ উদ্দিন বলেন, কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি ষাঁড়টি। ঈদে তার পালিত ষাঁড়টি খাগড়াছড়ির সবচেয়ে বড় বলে দাবি করেন।
তিনি বলেন, দাম পাওয়ার আশায় মোটাতাজা করনের জন্য কোনো ধরনের ট্যাবলেট বা অন্য কোনো কিছু খাওয়ানো হয়নি। দেশীয় খাবার খাইয়ে ষাঁড়টি লালন পালন করা হয়। ষাঁড়টি বিক্রির জন্য পাঁচ লাখ ৩০ হাজার টাকা হাঁকানো হলেও তিন লাখ টাকা দর উঠেছে।
ষাঁড়টি দেখতে আসা স্থানীয় স্কুলশিক্ষক মোহাম্মদ ইউছুপ বলেন, প্রতিবছরই কোরবানির ঈদে তিনি বড় আকারের গরু বিক্রি করেন। তবে এটা আকারে অনেক বড়। সন্তানের মতো করে গরুটি লালন-পালন করেছেন মো. সালাহ উদ্দিন।
মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জেআইএম