গত রোজার ঈদেও কোনো জামা কিনে দিতে পারিনি। এবারও কিনে দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। কারও কাছে চাওয়ার মতো ইচ্ছাও ছিল না। পরে একজনের কাছে শুনলাম ৫ টাকায় নাকি জামা কেনা যায়। তারপর এখানে এসে একটি জামা কিনে দিলাম বাচ্চাটাকে। এখন আমার মেয়েটা অনেক খুশি। নতুন জামা কিনে দিতে পেরে এখন নিজের কাছেও ভালো লাগছে।
পাঁচ টাকায় নতুন জামা পেয়ে এভাবেই হাসিমুখে কথাগুলো বলছিলেন শহরের মাসদাইর এলাকার আছিয়া খাতুন। তার মতো এরকম আশপাশ এলাকার আরও অনেকেই খুশি হয়েছেন পাঁচ টাকায় নতুন পোশাক পেয়ে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত দুই শতাধিক শিশুর-অভিভাবকের মাঝে পাঁচ টাকায় ঈদের পোশাক বিক্রি করা হয়।
মানবিক সংগঠন টিম খোরশেদ ও টাইম টু গিভ-এর উদ্যোগে অস্থায়ী দোকান থেকে এই পোশাক বিক্রি করা হয়েছে।
টিম খোরশেদের উপ-সমন্বয়ক রানা মুজিব জাগো নিউজকে বলেন, ‘হতদরিদ্র শিশু ও অভিভাবকদের মাঝে নতুন পোশাক বিক্রি করা হয়েছে। আমরা রোজার ঈদেও পাঁচ টাকায় পোশাক বিক্রি করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবারও এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।’
টিম খোরশেদের দলনেতা আফরোজা খন্দকার লুনা বলেন, ‘হতদরিদ্র অভিভাবকরা ও শিশুরা যেন দান গ্রহণের হীনমন্যতায় না ভোগেন এবং কেনাকাটা করার আনন্দ পান সেজন্য তাদের কাছ থেকে নামমাত্র পাঁচ টাকা করে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এরকম আয়োজন আরও বড় পরিসরে করা হবে।’
এ সময় আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, শওকত খন্দকার, নাজমুল কবির নাহিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস