ফরিদপুরের মধুখালী উপজেলায় মাছবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাটি সড়কে উল্টে আগুন ধরে যায়।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় মেলেনি।
ফরিদপুরে কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন বিশ্বাস জাগো নিউজকে বলেন, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক মধুখালীর আড়কান্দি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কে উল্টে গিয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই একজন ও গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।
তিনি আরও জানান, নিহত দুইজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনকেবি নয়ন/এমএএইচ/