দেশজুড়ে

নোয়াখালীতে অস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দেওটি ইউনিয়নের নবগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন-সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের নবগ্রামের গফুর মাস্টার বাড়ির মোয়াজ্জেম হোসেন খোকন (২৬), স্বরকান্তা গ্রামের আহমেদ হাজি বাড়ির আবু নাসের সজীব (২৪) ও পালপাড়া গ্রামের আবদুল বারেকের নতুন বাড়ির আমিনুল ইসলাম শাওন (২১)।

তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অত্যাধুনিক একনলা বন্দুক, চারটি কার্তুজ ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়।

ওসি মো. হারুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবগ্রামের ডেগা হাজি বাড়ির গেট থেকে অস্ত্র-গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআইএইচএস/জেএইচ/জিকেএস