ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।
শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর জেরার লালপুর উপজেলার কেশববাড়ি গ্রামের হাফিজুর রহমান (৩৫) ও আরিফুল ইসলাম (৩৬)।
পুলিশ জানায়, হাফিজুর রহমান প্রাণ-আরএফএল কোম্পানিতে চাকরি করেন। শুক্রবার সকালে চাচাতো ভাই আরিফুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই হাফিজুর মারা যান। স্থানীয় লোকজন আরিফুলকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেল্লাল হোসেন জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস এম এরশাদ/এসজে/জিকেএস