দেশজুড়ে

শিমুলিয়াঘাটে অপেক্ষায় ৭ ফেরি, যানবাহন নেই একটিও

 

পদ্মা সেতু উদ্বোধনের পর পাল্টে গেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের চিরচেনা দৃশ্য। ঈদে নেই ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠার লড়াই। এক সময়ের সবর ফেরিঘাটে এখন সুনসান নীরবতা। ঘাটে ফেরি অপেক্ষা করলেও নেই যাত্রী ও যানবাহন

বিআইডাব্লিউটিসি সূত্র জানায়, ঈদযাত্রীদের পারাপারে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে সাতটি ফেরি প্রস্তুত রয়েছে। তবে যানবাহন না থাকায় এসব ফেরি ছেড়ে যেতে পারছে না।

সরজমিনে দেখা যায়, ফেরিঘাটের পার্কিং ইয়ার্ড ফাঁকা। যে কোনো ছুটি কিংবা ঈদ যাত্রায় বেশি ব্যস্ত থাকতো ৩ নম্বর রোরো ফেরিঘাটে। সে ঘাটও ফাঁকা। ঘাটের পন্টুনে নোঙর করে রাখা আছে ক্যামেলিয়া ও কুঞ্জলতাসহ কয়েকটি ফেরি। কাজ না থাকায় কর্মচারীরা কেউ বসে কেউ ঘুমিয়ে সময় পার করছেন। একই চিত্র ১ ও ২ নম্বর ফেরিঘাটে।

ঘাটের এক দোকানদার জানান, সেতুর উদ্বোধনের পর ঘাটে কেউ আসেন না। তাই ফেরিও ছাড়ে না। একদিন কিছু মোটরসাইকেল নিয়ে পার হয়েছিলো। এরপর আর কোনো ফেরি ছেড়ে যায়নি।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঘাটে কোনো গাড়ি আসছে না। গাড়ি আসলে আমরা প্রস্তুত রয়েছি ফেরি ছাড়ার জন্য। ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমরা ফেরিতে পারাপার করবো।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এমএস