দেশজুড়ে

শেরপুরে ৯ গ্রামে ঈদুল আজহা পালিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুরের নয় গ্রামে ঈদুল আজহা পালিত হয়েছে। শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এসব এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে শতাধিক মুসল্লি অংশ নেন।

গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখারচর, বামনেরচর, গাজীরখামার গিদ্দাপাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনি পাড়া, নকলা উপজেলার নারায়নখোলা ও চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকার একাংশ নিজেদের সুরেশ্বর দরবার শরীফের ভক্ত দাবি তরে কিছু লোক সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছে।

আরএইচ/এমএস