দেশজুড়ে

কলাপাড়ায় ৭ গ্রামের মানুষের ঈদুল আজহা উদযাপন

পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার (৯ জুলাই) সাত গ্রামের প্রায় সাত হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

সকাল ৮টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরিফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে শিশু-কিশোরসহ এসব গ্রামের মানুষের মধ্যে। এছাড়া অনেকেই ব্যস্ত সময় পার করছেন পশু কোরবানি নিয়ে।

উপজেলার নাইয়াপট্টি, চালিতাবুনিয়া, মিঠাগঞ্জ, ইটবাড়িয়া, ফুলবুনিয়া, পাঁচজুনিয়া গ্রামসহ বিভিন্ন গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

বদরপুর দরবার শরিফ কমপ্লেক্সের ইমাম শফিকুল ইসলাম গনি বলেন, ঈদুল আজহার নামাজ আদায় করতে পেরে মহান রব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখা গেলেই আমরা ঈদ উদযাপন করি।

স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম