দেশজুড়ে

এবার বঙ্গবন্ধুর নামে দুটি গরু কোরবানি দিচ্ছেন কুয়াকাটার মেয়র

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার প্রতিবছরের মতো এবারও বঙ্গবন্ধুর নামে কোরবানির দুটি গরু কিনেছেন।

শনিবার (৯ জুলাই) বিকেলে পৌরসভার গরুর হাট থেকে দুটি গরু বঙ্গবন্ধুর নামে কেনেন মেয়র।

কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুল হক বলেন, ‘মেয়র প্রতিবছর কোরবানির গোশত আমাদের বাড়িতে পাঠিয়ে দেন। ঈদ এলে আমাদের মতো গরিব মানুষকে তিনি গোশত, শাড়ি-কাপড় দেন। এটাই তো অনেক।’

এ বিষয়ে মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘১০ বছর ধরে আমার পৌরসভার ৯টি ওয়ার্ডে একটি করে গরু কোরবানি দিয়ে আসছি। গতবছর ১০টি গরু বঙ্গবন্ধুর নামে কোরবানি দিয়েছিলাম। এ বছর ১১টি গরু ৯টি ওয়ার্ডে ভাগ করে দেবো। তারমধ্যে দুটি গরু বঙ্গবন্ধুর নামে কোরবানি করবো।’

তিনি আরও বলেন, ‘পৌরসভার প্রতিটি মানুষকে নিয়ে আমি একসঙ্গে ঈদ করতে চাই। তাই প্রত্যেক গরিব মানুষকে আমার পক্ষ থেকে এই গোশত পৌছে দেওয়া হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ তার হাতে স্বাধীন হয়েছে। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে এবং তার আত্মার মাগফিরাত কামনায় তার নামে কোরবানি দিচ্ছেন বলে জানান মেয়র।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম