খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় চেঙ্গী নদীতে ডুবে মারা যায় মো. শামীম (৭) নামের এক শিশু। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মো. আলমগীর হোসেন (২৬) নামের এক শ্রমিক মারা গেছেন।
শনিবার (৯ জুলাই) দুপুরের দিকে চেঙ্গী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন উত্তর গঞ্জপাড়ার নুরুল আলমের ছেলে মো. শামীম ও শালবন শাপলা মোড় এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চেঙ্গী নদীর পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায় শিশু শামীম। তাকে বাঁচাতে গিয়ে পানিতে ঝাঁপ দেন ইট ভাঙার শ্রমিক আলমগীর হোসেন। তিনি সাঁতার জানতেন না। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জেআইএম