দেশজুড়ে

যুবককে গাছে বেঁধে নির্যাতন, প্রেমিকার বাবা গ্রেফতার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধে রিয়াদ উদ্দিন শাকিল (২২) নামের এক তরুণকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রেমিকার বাবার বিরুদ্ধে।

সোমবার (১১ জুলাই) সকালে মামলার পর অভিযুক্ত নুরুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরআগে ঈদের আগের রাতে শনিবার (৯ জুলাই) হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সজিল মিয়াদের বাড়ির দরজার রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিয়াদ উদ্দিন শাকিল হাতিয়া দ্বীপ সরকারি কলেজেল অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ছাত্রলীগের ওই কলেজের কমিটির সহ-সভাপতি ও হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভুক্তভোগী রিয়াদ উদ্দিন শাকিল বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলায় নুরুল আমিন নামের এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাকিলের সঙ্গে একই ক্লাসের এক ছাত্রীর (২২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে রোববার রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে লোকজন নিয়ে শাকিলকে আটক করেন ওই ছাত্রীর ভাই শরীফ ও বাবা নুরুল আমিন। পরে চোখ বেঁধে বাড়িতে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ছাত্রলীগ নেতা শাকিল বলেন, ‘শরিফের বোন ও আমি একই ক্লাসে পড়ি। আমরা একজন আরেকজনকে পছন্দ করি। এ নিয়ে আমাকে একাধিকবার হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনার জের ধরে রোববার রাতে বাজার থেকে আসার পথে ধরে নিয়ে গাছে বেঁধে আমাকে অমানুষিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে তারা আমাকে মেরে ফেলতে চান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসায় আমি প্রাণে রক্ষা পাই।’

হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রহমত উল্যা বলেন, প্রেমঘটিত বিষয় নিয়ে শাকিলকে চোর আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এখানে চুরির কোনো ঘটনা ঘটেনি। আমি সকালে এলাকায় গিয়ে পরিদর্শন করে প্রকৃত ঘটনা পুলিশকে জানিয়েছি।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম