গাজীপুর মহানগরীর পূবাইলের মাঝুখান এলকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট।
বুধবার (১৩ জুলাই) ভোর ৫টার দিকে একটি ঝুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুন অন্যান্য গোডাউনে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে তাৎক্ষণিক টঙ্গী থেকে ৩টি, রাজধানীর উত্তরা থেকে একটি ও গাজীপুর সদর থেকে ১টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আমিনুল ইসলাম/এফএ/এএসএম